ঢাকা   মঙ্গলবার
২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ছোট যমুনা নদী এখন পরিণত হয়েছে মরা খালে

প্রকাশিত: ২১:০২, ২১ এপ্রিল ২০২৫

ছোট যমুনা নদী এখন পরিণত হয়েছে মরা খালে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া খরস্রোতা ছোট যমুনা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। অথচ একটা সময় এই নদীর পানি ব্যবহার করে তীরবর্তী ফসলি জমিতে সেচ কাজে ব্যস্ত থাকতো স্থানীয় কৃষকরা। 

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কৃষি জমিতে সেচ তো দূরের কথা, উল্টো নদী শুকিয়ে যাওয়ায় জেগে উঠা চরে চাষ হচ্ছে ফসল। নদী এখন শুকিয়ে কাঠ, জীর্ণ এক মরা খালে পরিণত হয়েছে। নদীর বুক জুড়ে পানির বদলে কৃষকের ফসলের সমারোহ। তবে কৃষকরা বলছেন, সরকারিভাবে খনন করার উদ্যোগ গ্রহণ করলে পাল্টে যাবে ছোট এই যমুনা নদীর চিত্র। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীটি দিনাজপুর জেলার বেশ কয়েকটি উপজেলার উপর দিয়ে বহমান। ফুলবাড়ী উপজেলায় প্রায় ৫৩ কিলোমিটার জুড়ে এর বিচরণ। ভারতীয় সীমান্ত ঘেঁষা এই নদীটি জয়পুরহাটের পাঁচবিবি হয়ে নওগাঁ জেলার ত্রিমোহনী ও আত্রাই নদীতে মিলিত হয়েছে।  

খোঁজ নিয়ে জানা যায়, এই নদীর পানি দিয়ে শুধু কৃষকেরা উপকৃত হতো না, দীর্ঘদিন ধরে জেলে সম্প্রদায়ের মানুষজন মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এলাকার মানুষের মাছের চাহিদা পূরণে সহায়ক ছিল নদীটি। বর্তমানে নদীতে পানি না থাকায় দেশি মাছের অভাব দেখা দিয়েছে উত্তরাঞ্চলের এই জেলাগুলোতে।
 
ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কৃষক জিল্লুর রহমান বলেন, ‘আমাদের গ্রাম দিয়ে বয়ে যাওয়া এই ছোট যমুনা নদীটি স্থানীয়দের জন্য ছিল আশীর্বাদস্বরূপ। যখন নদী গভীর ছিল, তখন নদীর পানি দিয়ে তীরবর্তী এলাকার জমিতে চাষাবাদ হতো। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিন ধরে খনন না করায় নদীর গভীরতা কমে যায়। নদীতে এখন পানি থাকে না বললেই চলে। বর্ষা মৌসুমে কিছু সময় পানি থাকলেও বাকি সময় মরা খাল হয়েই পড়ে থাকে। পানি না থাকার কারণেই নদীর বুকে চর জেগে উঠে, তখন অনেকেই ধানসহ নানা ধরনের চাষাবাদ করেন।’

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছোট যমুনা নদী খননের উদ্যোগ নেওয়া হবে। 

এ বিষয়ে দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের (বাউবো) নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদকে তার দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে