ঢাকা   সোমবার
১০ মার্চ ২০২৫
২৫ ফাল্গুন ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ডাকাতিয়া নদীর পানি শুকিয়ে যাওয়ায় বিপাকে কৃষকরা

agri24.tv

প্রকাশিত: ১১:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ডাকাতিয়া নদীর পানি শুকিয়ে যাওয়ায় বিপাকে কৃষকরা

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরায় পানি প্রবাহ বন্ধ হয়ে শুকিয়ে গেছে নদীর বিরাট অংশ। এতে সেচ নিয়ে বিপাকে পড়েছেন এই নদীর ওপর নির্ভরশীল কৃষকরা।

কৃষকরা জানান, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি আসছে না। বাঁধ দিয়ে মাছ ধরার কারণে কৃষকরা খেতে পানি দিতে পারছে না। 

অতিরিক্ত অর্থ খরচে কেউ কেউ সেচের ব্যবস্থা করতে পারলেও পানি বঞ্চিত অনেকে। তাই, ফলন নিয়ে দুশ্চিন্তায় বোরো চাষিরা। তারা জানায়, নদীতে বাঁধ দিলে মাছের ক্ষতি হয়, পানি আসা-যাওয়া করতে পারে না। বাঁধ দেয়ার কারণে পানি জমে খেত নষ্ট হয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, পানির অভাবে বন্ধ হয়ে গেছে কৃষকের শ্যালো মেশিন। ক্ষতির মুখে ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, কৃষি জমিতে যে সেচ প্রকল্প রয়েছে সেটা ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে। এতে করে আমরা আশঙ্কা করছি এই বাঁধের কারণে এ বছর কৃষি জমিতে ব্যাপক প্রভাব পড়বে।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করবো। 

প্রসঙ্গত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে চাঁদপুরের ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে বোরো ধান। 

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।