ঢাকা   মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪
১১ অগ্রাহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবনাবাদ নদে ধরা পড়ল ১৪ কেজির পাঙাশ, প্রায় ১০ হাজার টাকায় বিক্রি

agri24.tv

প্রকাশিত: ১১:০৪, ২০ নভেম্বর ২০২৪

রাবনাবাদ নদে ধরা পড়ল ১৪ কেজির পাঙাশ, প্রায় ১০ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর–সংলগ্ন রাবনাবাদ নদে মোহাম্মদ আলী নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

মঙ্গলবার সন্ধ্যায় মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিক্রির জন্য নিয়ে আসেন তিনি। হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ৭০০ টাকা কেজি দরে ৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

হাসান আলী হাওলাদার বলেন, তিনি ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করতে চান। স্থানীয়ভাবে কোনো ক্রেতা না পাওয়া গেলে মাছটি তিনি ঢাকায় পাঠাবেন।

মোহাম্মদ আলী বলেন, আজ সকালের দিকে রাবনাবাদ নদে জাল ফেলার কিছুক্ষণ পরই এই পাঙাশ মাছটি ধরা পড়ে। এ বছর এই প্রথম তাঁর জালে এত বড় একটি পাঙাশ মাছ ধরা পড়ল।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। মাছ ধরায় নিষেধাজ্ঞা জেলেরা মেনে চলেছেন, যার কারণে সাগর-নদীতে জেলেদের জালে এখন বড় বড় মাছ ধরা পড়ছে।

সর্বশেষ