ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬

মেঘনা নদীর বোরোচর এলাকায় ৭০ মণ জাটকা জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ১৮ মার্চ ২০২৪

মেঘনা নদীর বোরোচর এলাকায় ৭০ মণ জাটকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে দুই হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার ভোর চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় তিনটি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। 

পরে দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে জব্দ করা জাটকাগুলো বিতরণ করা হয়।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশ নেন। 

এদিকে চাঁদপুরে  নিষেধ অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলাতানা।

বিকেলে এ তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টা থেকে সোমবার ভোর সাড়ে তিনটা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর মোহনা, রাজরাজেশ্বর, লালপুর ও দাসাদী এলাকায় জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় জাটকা ধরার দায়ে দাসাদী এলাকা থেকে ১৫ জন জেলেকে আটক, ৭৫ হাজার মিটার কারেন্টজাল, জালে জড়ানো ১২০ কেজি জটাকা এবং একটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জাটকা দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, সদর উপজেলা সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. জসিম উদ্দিনসহ কোস্টাগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

সর্বশেষ