ঢাকা   শনিবার
৩০ নভেম্বর ২০২৪
১৫ অগ্রাহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবিতে জৈব মুরগির গবেষণা সেল চালু 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৪, ২ এপ্রিল ২০২৪

রাবিতে জৈব মুরগির গবেষণা সেল চালু 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারকেলবাড়িয়া ক্যাম্পাসে জীবিত মুরগির মাধ্যমে জীবিত প্রাণীর ওপর গবেষণা পরিচালনার লক্ষ্যে একটি জৈব মুরগি গবেষণা সেল চালু করা হয়েছে। দেশে প্রথমবারের মতো এ উদ্যোগ নিয়েছে রাবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস (ডিভিএএস) বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও প্রো-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির।

আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক খন্দকার মোজাফফর হোসেন, সাবেক ডিন অধ্যাপক জালাল উদ্দিন সরদার, রাবি রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল হাসান, অর্গানিক চিকেন সেলের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ ও ভেটেরিনারি অফিসার ডা. হেমায়েতুল ইসলাম প্রমুখ।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তার বক্তব্যে বলেন, ল্যাবরেটরি জীবিত প্রাণী নিয়ে গবেষণা পরিচালনার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে। নিরাপদ পোল্ট্রি বার্ড উৎপাদনের ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি উল্লেখ করেন, নিরাপদ মুরগি পালন নিশ্চিত করার পাশাপাশি সর্বোত্তম মুরগি পালনের অনুশীলনই হতে পারে জনস্বাস্থ্যকে বিভিন্ন রোগমুক্ত করার গুরুত্বপূর্ণ মাধ্যম।

এই ক্ষেত্রে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য সকল পোল্ট্রি খামারি, ব্যবসায়ী, ফিড প্রস্তুতকারক, বিক্রেতা এবং সংশ্লিষ্ট অন্যান্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে।

কৃষক, হ্যাচারি মালিক, পোল্ট্রি বার্ড বিক্রেতা, খাবার প্রস্তুতকারক ও বিক্রেতা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের এই লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে। ভাল পোল্ট্রি অনুশীলনের যথেষ্ট এবং টেকসই প্রচারের বিকল্প নেই। পোল্ট্রি খাতকে কীভাবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করা যায় সে বিষয়ে তিনি একগুচ্ছ সুপারিশ তুলে ধরেন।

পোল্ট্রি ফিডে ওভাররেটেড অ্যান্টিবায়োটিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার সময় এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক জালাল সরদার বলেন, সেলের মাধ্যমে তারা ইতিমধ্যেই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মুরগি।

সর্বশেষ