
বাংলা বর্ষবরণ উদযাপনের মাত্র একদিন আগে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত দুইটি ভাস্কর্যে শনিবার (১২ এপ্রিল) ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। তদন্তে নেমেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিভ মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক শিল্পী এবং কলাকৌশুলীরা।
ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির পুলিশ কমিশনারও। তবে পরিদর্শন শেষে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।
ঘটনার পরপরই প্রোক্টোরিয়াল টিমসহ প্রশাসনিক সব কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে।
তবে, চলতি বছরের আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতির নিরাপত্তায় নিয়োজিতরা ভোরে অগ্নিসংযোগের আগে একযোগে নামাজে যাবেন এটা মেনে নেয়া যায় না বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির প্রধান।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে