ঢাকা   সোমবার
৩১ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

‌‘৫ আগস্টের সাফল্যের মতো আগামী নির্বাচনে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৪১, ২৬ মার্চ ২০২৫

‌‘৫ আগস্টের সাফল্যের মতো আগামী নির্বাচনে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে, ঠিক যেমন ৫ আগস্টের আন্দোলনে তরুণরা সাফল্য পেয়েছিল।

তিনি বলেন, আগামী নির্বাচনে আর কোনো পেশিশক্তি বা টাকার মাধ্যমে রাজনীতি পরিচালিত হবে না। নির্বাচনটি হবে একটি সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায়, যেখানে তরুণেরা তাদের কৌশল এবং ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সফল হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। ইফতার মাহফিলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতা আরও বলেন, আগামী নির্বাচন কোনো ব্যক্তি বা পরিবারকে লাভবান করার জন্য নয়, বরং এটি হবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়াতন্ত্র এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। তরুণরা ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে বিজয়ী হবে।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।