ঢাকা   শনিবার
১৫ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

রাজশাহী স্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ১৫ মার্চ ২০২৫

রাজশাহী স্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ

রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু এবং বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনার পর একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মামনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ও ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিল। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিল। এসময় বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে ধুমকেতু ট্রেনের ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে ট্রেন চালু রয়েছে।

তিনি বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। বগিটি উদ্ধার অভিযান শুরু করলে ৪০ মিনিট সময় লাগবে উদ্ধার করতে।

রাজশাহী রেলের স্টেশন ম্যনেজার শহিদুল আলম জানান, দুটি ট্রেনই খালি ছিল, যাত্রী ছিল না। তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে রিলিফ ট্রেন না আসা পর্যন্ত বিকেল চারটায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলতে কিছুটা বিলম্ব হতে পারে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।