ঢাকা   সোমবার
১০ মার্চ ২০২৫
২৫ ফাল্গুন ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা ভারতের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৬, ৯ মার্চ ২০২৫

নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা ভারতের

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০০০ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু ২৫ বছর পর, কিউইদের পরাজিত করে সেই হারেরই প্রতিশোধ যেন নিলো ভারত। 

রোববার (৯ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। তাদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ড্যারিল মিচেল, আর মাইকেল ব্রেসওয়েল করেন ৫০ রান। ভারতের বোলিংয়ে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। 

জবাবে ভারত ৪৯.১ ওভারেই ৬ উইকেট হারিয়ে ২৫২ রানে পৌঁছে শিরোপা জয় নিশ্চিত করে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতের দল এখন চ্যাম্পিয়নস ট্রফি পুনরুদ্ধার করেছে, গতবার পাকিস্তানের কাছে হারানোর পর এবার শিরোপা তাদেরই।

ভারতের ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে ছিল দুর্দান্ত সূচনা, তবে রোহিত ৭৬ রান করে আউট হন। তারপর শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ৬১ রানের পার্টনারশিপ গড়ে দলকে শিরোপা জয়ের কাছাকাছি নিয়ে যান। হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল মিলে শেষদিকে ভারতকে জয় এনে দেন।

এর আগে, নিউজিল্যান্ডের জন্য শুরুটা ছিল দারুণ। তবে ভারতের বোলারদের দাপটে ৭৯ রানে ৩ উইকেট হারানোর পর ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড থেমে যায় ২৫১ রানে।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, এবং একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।