
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, কোনো রকম অনুশোচনা না করে ভারতে বসে এখনো খুনি শেখ হাসিনা দেশের জনগণকে দোষারোপ করে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এদিন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করে ছাত্রদল।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতারা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানান। পরে একটি ছাত্রলীগ বিরোধী মিছিল করে ঢাকা কলেজ ক্যাম্পাসে।