বৈষম্যই কি কৃষকের নিয়তি?
বাংলাদেশে কৃষি এবং কৃষক যে সমাজে বৈষম্যের স্বীকার, সে কথা বলতে খুব শক্ত যুক্তি দিয়ে বুঝিয়ে বলার দরকার পড়ে না। একটা সহজ উদহরণ হলো, কৃষিপণ্যের কৃষকের মাঠে বাজারমূল্যের তুলনায় এর উৎপাদন খরচের ফারাক। আরেকটি বঞ্চনার সহজ উদাহরণ হলো কৃষক তার পণ্যটি বিক্রি করে যা পায়, সে তুলনায় ভোক্তা পর্যায়ে এর মূল্যের বিরাট ফারাক। বিদ্যমান ব্যবস্থায় এ মূল্য বৃদ্ধির ফারাক থেকে কৃষক কোনো অংশ পায় না, যে ব্যবস্থাটিকে আমরা কখনও চ্যালেঞ্জ করতে চাই না।