ঢাকা   শনিবার
৩০ নভেম্বর ২০২৪
১৫ অগ্রাহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে ৪ প্রস্তাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪

তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে ৪ প্রস্তাব

তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চারটি প্রস্তাব দিয়েছে বেসরকারি সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। বুধবার এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় সংগঠনটির সদস্য দৌলত আক্তার মালা এসব প্রস্তাব দেন। সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সভাপতিত্বে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আত্মা ছাড়াও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ওমেন ইন্টারপ্রেনিউর নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তাদের বাজেট প্রস্তাব তুলে ধরে। আত্মার বাজেট প্রস্তাবে ৭৫ শতাংশ দখলে রাখা নিম্নস্তরের সিগারেটের মূল্য ও কর বাড়ানোর কথা বলা হয়েছে।

সংগঠনটি বলছে, নিম্নস্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৪৫ টাকা থেকে ৬০ টাকা নির্ধারণ করে ৬৩ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা; মধ্যম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৬৭-৭৫ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা; উচ্চস্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১১৩-১২৫ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৫০-১৬৫ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা প্রয়োজন।

সর্বশেষ