
রাশিয়া সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তাঁর নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল শহীদ রুশ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) মস্কোর ঐতিহাসিক আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
১৫৪তম প্রিওব্রাজেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে