ঢাকা   বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৫৮, ১২ মার্চ ২০২৫

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশ আসছেন।

প্রায় সাত বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের এটি দ্বিতীয় সফর। প্রধান উপদেষ্টার সাথে শুক্রবার উখিয়া ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তারা দু’জনেই আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গার সঙ্গে সেখানে ইফতার করবেন।

ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে।’

তিনি বলেন, ‘ঝিমিয়ে পড়া রোহিঙ্গা সংকট বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা। আর তাই তো এই সফর নানাভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।’

সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্করণ প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।

 

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।

সর্বশেষ