ঢাকা   বুধবার
১২ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ট্রেনযাত্রীদের বড় সুসংবাদ দিলেন সড়ক উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ১১ মার্চ ২০২৫

ট্রেনযাত্রীদের বড় সুসংবাদ দিলেন সড়ক উপদেষ্টা

আসছে পবিত্র ঈদুল ফিতরে যানজট কম হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া ঈদের সময় ১০টা বিশেষ ট্রেন চালানো হবে এবং সকল অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে বলেও জানান তিনি।  

গত রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

ট্রেনযাত্রীদের সুখবর দিয়ে তিনি বলেন, ঈদের সময় ১০টা বিশেষ ট্রেন চালানো হবে। কোনো ট্রেনের ডে-অফ থাকবে না, প্রত্যেকদিন ট্রেন চলবে। আর যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে, সেহেতু ৪৪টা অতিরিক্ত কোচ সংযোজন করা হবে অতিরিক্ত যাত্রী পরিবহন করার জন্য। 

তিনি আরও বলেন, ঈদে অগ্রিম টিকিট দেওয়া হবে ১৪ মার্চ। এই দিন দেওয়া হবে ২৪ মার্চের অগ্রিম টিকিট। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে দেওয়া হবে এবং পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে। প্রতিটি ট্রেনের ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে ট্রেনের যাত্রার আগে।

তিনি আরও বলেন, এবার ঈদে যানজট কম হবে। কারণ অনেক ছুটি আছে, মানুষ ধাপে ধাপে যেতে পারবে। এছাড়া মোটরসাইকেল নসিমন-করিমন এগুলো মহাসড়কের বাইরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার পাশে হাট-বাজার ঈদের আগে যেন না বসে, সে জিনিসগুলো খেয়াল রাখতে হবে।

ঢাকা বাইপাসের কাজ চলছে, এটা ঈদের আগে সাময়িকভাবে খুলে দেওয়া হবে, যাতে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারে। বিআরটি করিডর ঈদের আগে একমুখী চলাচল করে দেওয়া হবে, যোগ করে ফাওজুল কবির খান।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।

 

সর্বশেষ