ঢাকা   বুধবার
১২ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

অপপ্রচার চালিয়ে ড. ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণে ভারতের মিলিয়ন ডলার

agri24.tv

প্রকাশিত: ১৩:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

অপপ্রচার চালিয়ে ড. ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণে ভারতের মিলিয়ন ডলার

অপপ্রচার করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে ভারত মিলিয়ন ডলার খরচ করছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তারা এটা প্রমাণে বড় ধরনের একটা ন্যারেটিভ তৈরি করেছে। তবে প্রফেসর ইউনুস জনগণের সাথে আছে।

দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণ অভ্যুত্থানের প্রকাশনা উৎসবে বক্তব্যকালে এসব বলেন শফিকুল আলম। তিনি আরও বলেন, সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ। বিগত সরকার যে সুইসাইডাল ইকোনেমি তৈরি করেছিলো সেটা এখন ঘুরে দাঁড়িয়েছে। গ্রাফিতির মাধ্যমে নতুন বাংলাদেশকে চিনছে বিশ্ব।

প্রেস সচিব বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ বিদেশিদের কাছে দেশের বদনাম করছে। এ বিষয়ে প্রফেসর ইউনূস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমরা প্রতিটি দেয়ালে দেয়ালে বিগত সরকারের অত্যাচারের খবর প্রচার করবো।

তিনি আরও বলেন, আমাদের এমন পদক্ষেপ নিতে হবে যেন কোনভাবেই যেন স্বৈরাচার আর ফিরে না আসতে পারে। তাদের প্রতিটি দিনের কুকর্ম লিপিবদ্ধ করতে হবে। রিচার্সের মাধ্যমে গত ১৫ বছরের শেখ হাসিনার দমনপীড়নের গ্রাফিতি লিপিবদ্ধ করার আহ্বানও জানান প্রেস সচিব।

সর্বশেষ