
বর্তমান অন্তর্বর্তী সরকার ঐকমত্যের সরকারে রূপ নেবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে নানা ফর্মুলা আছে। কোনটা হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।
সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল করলে তারা সরকারে থাকবে না। বাইরের প্রতিনিধিরা দল গঠন করবে।
ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ডক্টর মুহাম্মদ ইউনুস নতুনভাবে সরকার সাজাবেন এমন কথা শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তাই রাজনৈতিক ও ধর্মীয় দল এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার।
এই কাজে লিয়াজোঁ করতে সিনিয়র সচিব পদমর্যাদার একজনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার, নিহত-আহতদের পুনর্বাসন এসব কাজ নিয়ে সরকার ব্যস্ত থাকলেও পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি চলছে।