ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

দু’গ্রুপের সংঘর্ষের পর কেআইবিতে নতুন প্রশাসক নিয়োগ

agri24.tv

প্রকাশিত: ০৯:০৩, ২১ জানুয়ারি ২০২৫

দু’গ্রুপের সংঘর্ষের পর কেআইবিতে নতুন প্রশাসক নিয়োগ

ভাগবাটোয়ারা নিয়ে বিএনপিপন্থি কৃষিবিদদের দু’গ্রুপের সংঘর্ষের পর অবশেষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) প্রশাসক নিযুক্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। 

সোমবার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আব্দুর রব খানকে কেআইবির প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।

আদেশে বলা হয়েছে, নতুন প্রশাসক সর্বশেষ অনুমোদিত কার্যনির্বাহী কমিটির কাছ থেকে অথবা সরাসরি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির মতো সব কর্তৃত্ব ও যাবতীয় দায়িত্ব পালন কবেন। আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। 

গত শুক্রবার রাতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের বিশৃঙ্খলা ও হরিলুট ঠেকাতে রোববার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ কেআইবিতে যান। তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর সংঘর্ষে ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। আজ রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেছেন কেআইবির ম্যানেজার মিজানুর রহমান।