ঢাকা   মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪
১১ অগ্রাহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় বিভাগের সব খবর

কৃষক ও সরকারের মাঝে মধ্যস্বত্বভোগী তৈরি করলে ব্যবস্থা: খাদ্য উপদেষ্টা

কৃষক ও সরকারের মাঝে মধ্যস্বত্বভোগী তৈরি করলে ব্যবস্থা: খাদ্য উপদেষ্টা

চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার সারাদেশের স্থানীয় কার্যালয়গুলোর সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচি শুরু করেন তিনি। উপদেষ্টা বলেন, কৃষকদের থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হবে। সরকার ও চাষির মাঝে অন্য কোনো পক্ষ থাকবে না। কৃষকদের ব্যবহার করে কোনো ফড়িয়া, মধ্যস্বত্বভোগী যেন সুযোগ নিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কেউ যদি তৃতীয় পক্ষকে সুযোগ দেয়, তৈরি করে অথবা শৈথিল্য দেখায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪

সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা: ড. ইউনূস

সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা: ড. ইউনূস

ঢাকায় অনুষ্ঠিত ‘বে অফ বেঙ্গল সংলাপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সম্মেলনে আগামী কয়েক দিন ধরে আমরা যখন আলোচনা করব এবং আমাদের চিন্তাভাবনা ভাগাভাগি করব, আমি আপনাদের অনুরোধ করব কীভাবে একটি নতুন বিশ্ব গড়া যায় তা নিয়ে ভাবতে। আমাদের যুবসমাজ আমাদের নতুন বাংলাদেশ তৈরির পথে পরিচালিত করেছে। সম্মেলন আয়োজন করায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মেলন শুধুমাত্র মতবিনিময়ের স্থান নয়; এটি আমাদের অভিন্ন সহনশীলতার প্রমাণ। তিনি বলেন, বাংলাদেশ সবসময় স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং অবিচ্ছেদ্য ইচ্ছা পূরণের দেশ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এটি এখন আরও বেশি প্রাসঙ্গিক, কারণ বিপ্লবের আকাঙ্খাগুলো এখনও সবার মনে সতেজ। এই আকাঙ্খা লাখো কণ্ঠের আওয়াজ, প্রায় পুরো জাতির আওয়াজ- তারা পরিবর্তনের দাবি তুলেছে। আমাদের সকলকে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তির ওপর ভিত্তি করে ভবিষ্যত গড়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে।

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১৩:৪৫