ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:০২, ১৯ এপ্রিল ২০২৪

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জানানো হয়, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির জন্য আগামী ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আগামী ২৫ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ জুলাই মধ্যরাত পর্যন্ত এই তিন মাস হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাত করা এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

তিনি আরও বলেন, এ সময় মাছ শিকার বন্ধে হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা আধির চন্দ্র দাশ, মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়াসহ আরও অনেকে।

সর্বশেষ