
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর একটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দবাড়িতে অভিযান পরিচালনা করে মো. দেলোয়ার হোসেন তওসীফকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করে চুরি হওয়া বিপন্ন প্রজাতির একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়।
এর আগে গত ২৩ মার্চ রাত ১১টা থেকে ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার মধ্যে গাজীপুর সাফারি পার্কের ‘লামচিতা ঘর-০১’ নামের বেষ্টনীর জাল কেটে দুটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা হয়।
ডিবি তদন্তে নেমে শুক্রবার জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দবাড়িতে অভিযান পরিচালনা করে লেমুর চুরির ঘটনার সঙ্গে জড়িত মো. দেলোয়ার হোসেন তওসীফকে গ্রেপ্তার করে। পরে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঢাকার সদরঘাটের শ্যামবাজার মসজিদসংলগ্ন একটি নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় পুরুষ রিংটেইল লেমুরটি উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানিয়েছে, অন্য দুটি লেমুর উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে