ঢাকা   শনিবার
১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

নালুয়া চা-বাগান থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৫, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:২৬, ১৩ এপ্রিল ২০২৫

নালুয়া চা-বাগান থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছেন বন বিভাগের লোকজন। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নালুয়া চা-বাগানের চা শ্রমিকের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জ সূত্রে জানা গেছে, উপজেলার নালুয়া চা-বাগানের একজন শ্রমিক শনিবার সকালে একটি লজ্জাবতী বানর দেখতে পান। বানরটি পথ হারিয়ে বন থেকে নালুয়া চা-বাগানে ঢুকে পড়ে।

পরে ওই শ্রমিক কৌশলে বানরটি ধরে তার বাড়িতে নিয়ে আসেন। হবিগঞ্জ বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাতছড়ি রেঞ্জ অফিসে এ খবর পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে সাতছড়ি বন কর্মকর্তারা নালুয়া চা-বাগানে ওই শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন। উদ্ধার করা বানরটির বয়স ছয় থেকে সাত বছর হবে।

একে একটি পূর্ণবয়স্ক বানর হিসেবে ধরা যায়। বন্য প্রাণী গবেষকদের সূত্রে জানা গেছে, প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত। এটি দেশের ক্ষুদ্রতম বানর-জাতীয় প্রাণী।

ইংরেজিতে এটিকে বেঙ্গল স্লো লরিস বা নর্থান স্লো লরিস বলে। বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। নিশাচর এই প্রাণী বাংলাদেশে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে   

 

সর্বশেষ