ঢাকা   শুক্রবার
১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৪, ১০ এপ্রিল ২০২৫

বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে গতকাল বুধবার একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি।

পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে। বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান।

সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের ওসি হরিপদ দেবনাথ বলেন, নীলগাইটি ভারত থেকে  বাংলাদেশে প্রবেশ করেছে।

নীলগাইটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে।