ঢাকা   মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬

বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬, ৩০ মার্চ ২০২৪

বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

দেশের ৭ জেলায় আজ শনিবার বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটিতে এসব জেলার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতেও বলেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

পাশাপাশি এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 
 
এছাড়া দেশের অন্যান্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা আরও ১ থেকে ২ দিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে শুরু করতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ফেনীতে ২৬ মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মোংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ