
নওগাঁর আত্রাইয়ে চুরি যাওয়া ১৩টি গরু উদ্ধারসহ ছোটন প্রামাণিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে। ঘটনার পর থেকে গফুর শাহ পলাতক রয়েছেন।
আজ (রোববার, ২৩ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, ১৪ মার্চ রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (২২ মার্চ) আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেয়।'
তিনি বলেন, 'তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত হওয়া গেছে।'
পুলিশ সুপার বলেন, 'গ্রেপ্তার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। তিনি বগুড়া জয়পুরহাট ও নওগাঁসহ এর আশেপাশের এলাকায় গরু চুরির মূল হোতা ছিল।’
তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে। সংবাদ সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।