ঢাকা   শুক্রবার
১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, কৃষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:১২, ২১ মার্চ ২০২৫

বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, কৃষক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ধানখেতের পাশে লাগানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই জমির মালিক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। একইভাবে গত ৩১ অক্টোবর পার্শ্ববর্তী বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় একটি বন্যহাতি প্রাণ হারায়। মাত্র পাঁচ মাসের ব্যবধানে মানুষের পাতা ফাঁদে দুটি বন্যহাতির মৃত্যু হলো।

বনবিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার মো. দেওয়ান আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল থেকে জেনারেটরের জিআই তার জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এক সপ্তাহ ধরে ২০-২৫টি বন্য হাতির পাল উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দল বেঁধে ধানখেতে, লোকালয়ে নেমে আসে।

পূর্ব সমশ্চুড়া গ্রামে গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় পাহাড়ের ঢালে ৭০-৮০ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। গারো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির দলটি সম্প্রতি পাহাড়ি এলাকার বোরো ধানখেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিল। এ জন্য কৃষকেরা ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে ও হই-হুল্লোড় করে রাত জেগে হাতির পাল প্রতিরোধের চেষ্টা করেন। অনেকেইে বন্য হাতির কবল থেকে ফসল রক্ষায় ধানখেতে জেনারেটরের মাধ্যমে তার দিয়ে ঘিরে রাখেন।

বৃহস্পতিবার রাতেও অন্যান্য দিনের মতো পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউর রহমানের বোরো ধানখেতে হানা দেয় বন্যহাতির পাল। এ সময় একটি মাঝ বয়সী পুরুষ হাতি ওই খেতের পাশে দেওয়া বৈদ্যুতিক জেনারেটরের জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডব চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ভয়ে ফসল রক্ষায় বা হাতিটি উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। রাত এগারোটার দিকে বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। খবর পেয়ে রাতেই কৃষক জিয়াউর রহমানকে নন্নী বাজার থেকে আটক করে পুলিশ।

এদিকে শুক্রবার দুপুরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে আটক ওই কৃষকসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, শেরপুর সীমান্তের বনাঞ্চলে এখন কমবেশি প্রায় ১২০টির মতো হাতি বিচরণ করছে। এগুলো পরিযায়ী হাতি হলেও এখন প্রায় ৪০-৫০টি বন্য হাতি দীর্ঘদিন ধরে শেরপুর সীমান্তে অবস্থান করছে। হাতির দলকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই অঞ্চলে ৫২টি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের সাথে বনবিভাগ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।

 

সর্বশেষ