
আপনার হাতে কিছু টাকা আছে, বাড়ির উঠোনে কিছু ফাঁকা জায়গা আছে কিন্তু লাভজনক কোনো খাতে বিনিয়োগ করতে পারছেন না?
তাহলে আপনার জন্য পরামর্শ- আপনি মাচা পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন।
অল্প মূলধনের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং লাভজনক বিনিয়োগ খাত হলো ছাগল পালন। ছাগল মোটাতাজাকরণ এবং উৎপাদনে সবচেয়ে বড় ঝুঁকি রোগজীবাণু। মাচায় ছাগল পালনে রোগ জীবাণুর ঝুঁকি অনেকাংশেই কমে যায়।
মাচায় ছাগল পালনের সুবিধা
ছাগলের ব্রংকাইটিস, নিউমোনিয়া, পিপিআর রোগ থেকে নিরাপদ থাকে।
কৃমির আক্রমণ থেকে ছাগল নিরাপদ থাকে।
অল্প জায়গায় বেশি ছাগল পালন করা যায়।
খাবার নষ্ট কম হয়।
অল্প পরিচর্যায় বেশি ফলাফল পাওয়া যায়।
বায়ু প্রবাহ ভালো থাকে বিধায় গন্ধ কম হয়।
মাচায় ছাগল পালনে পদ্ধতি
মাচা হবে মাঠি থেকে ৫ ফুট উপরে।
মাচা তৈরি করতে হবে বাশের চাটাই বা কাঠের তক্তা দিয়ে।
প্রতি চাটাই বা কাঠের মধ্যে এক ইঞ্চি ফাঁকা রাখা প্রয়োজন।
মাচার ছাদ থাকবে ৬-৮ ফুট উচুতে।
মাচার উপরের দিকের দেয়াল ৩-৪ ফুট ফাঁকা রাখা প্রয়োজন বা নেট দিয়ে ঘেরা প্রয়োজন।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।