ঢাকা   রোববার
০৯ মার্চ ২০২৫
২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

কিশোরগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ ও ডিম বিক্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:০২, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৯:১৯, ৫ মার্চ ২০২৫

কিশোরগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ ও ডিম বিক্রি

কিশোরগঞ্জ জেলায় আজ পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ- ডিম বিক্রি শুরু হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো রমজান মাস জুড়ে সপ্তাহে দু’দিন দুধ ও ডিম বিক্রি হবে। প্রতি লিটার দুধ ৮০ টাকায় এবং প্রতি হালি মুরগির ডিম সাড়ে ৩৬ টাকায় পাওয়া যাবে।

বুধবার দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পন্ডিতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রটারি বোরহান উদ্দিন সুমন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পন্ডিত জানান, পুরো রমজান মাস জুড়ে সপ্তাহে দুইদিন সোমবার ও বুধবার এই বিক্রয কার্যক্রম চলমান থাকবে। খামারের মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। প্রতি লিটার দুধ ৮০ টাকায় এবং প্রতি হালি মুরগির ডিম সাড়ে ৩৬ টাকায় পাওয়া যাবে। 

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে