
চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত কুকুর লেলিয়ে দিয়ে একটি চিত্রা হরিণ শিকারের অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে হরিণটি গুরুতর আহত হয়। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে উপজেলার অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেড়িবাঁধ এলাকায় একটি হরিণ উপকূলীয় বন থেকে বের হয়ে আসে। এ সময় সেখানে উপস্থিত বারবকুণ্ড ইউনিয়নের মিয়াজীপাড়ার কয়েকজন বাসিন্দা তাদের একটি পালিত কুকুর হরিণের দিকে লেলিয়ে দেয়। দৌড়ে পালাতে গিয়ে কাদাপানিতে আটকে যায় হরিণটি। এ সময় কুকুরটি হরিণের গলায় কামড়ে রক্তাক্ত জখম করে।
পরে কয়েকজন হরিণটিকে নিয়ে বেঁধে রাখে। ততক্ষণে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি মোবাইলে ধারণ কমর স্থানীয় সাংবাদিকদের দিলে তাঁরা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে বিষয়টি নজরে আসে উপজেলা বন বিভাগের।
সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ অফিসার মো. রনি আলী বলেন, ‘দুপুর ২টার দিকে আমরা হরিণটি উদ্ধার করি। কিন্তু হরিণটির গলায় কুকুরের কামড়ের জখম রয়েছে। তাই চিকিৎসার জন্য চট্টগ্রামে বন্যপ্রাণী বিভাগে পাঠিয়েছি।’
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে