
সাতক্ষীরা জেলায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।
শনিবার ভোররাত আড়াইটায় সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ এসব মালামাল জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের গহীন অরন্য থেকে একদল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে যাচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগের দু’টি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বন বিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংস-সহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল ও ব্যবহৃত নৌকাটি জব্দ করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বন বিভাগের টহল জোরদার করা হয়েছে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে