ঢাকা   বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

চেরাডাঙ্গী মেলায় উদ্বোধনের আগেই জমে উঠেছে ঘোড়ার হাট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৫

চেরাডাঙ্গী মেলায় উদ্বোধনের আগেই জমে উঠেছে ঘোড়ার হাট

দিনাজপুরে বাংলাদেশ চেরাডাঙ্গী মেলায় উদ্বোধনের আগেই জমে উঠেছে ঘোড়ার হাট। আয়োজকদের দাবি, হাটে এরই মধ্যে ৩০০ ঘোড়া এসেছে। আজ বৃহস্পতিবার উদ্বোধনের দিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ঘোড়ার আমদানি হবে।

মেলায় এখন রাস্তার রাজা, বিজলী রানী, রাস্তার পাগল, বিজলী, বাহাদুরসহ বাহারি নানা নামের ঘোড়া শোভা পাচ্ছে।

বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা।

প্রায় আড়াই কিলোমিটার বর্গাকার এই মেলা ঘিরে এলাকার প্রায় ২০ গ্রামে চলে মেজবান আয়োজনও। মেলায় আগের মতো গরু, মহিষ ও ছাগলের আমদানি চোখে না পড়লেও ঘোড়ার আমদানি হয়েছে চোখে পড়ার মতো।

গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে কথা হয়, নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ঘোড়া নিয়ে আসা মো. দুলাল হোসেনের সঙ্গে।

তিনি জানান, তিন ভাই মিলে তিনটি ঘোড়া নিয়ে এসেছেন। তাঁর ঘোড়ার নাম বাহাদুর, বিজলী রানী ও রাস্তার পাগল। একেকটি ঘোড়ার দাম হাঁকছেন এক লাখ লাখ টাকা। প্রথম দিন মানুষ আসছে, দেখছে। দাম বলছে; কিন্তু কাঙ্ক্ষিত দাম না বলায় তিনি ঘোড়া বিক্রি করেননি।

দিনাজপুর শহরের মোকাররম হোসেন বলেন, ‘চেরাডাঙ্গী মেলা থেকে ঘোড়ার বাচ্চা কেনার চেষ্টা করছি; কিন্তু দাম অনেক বেশি।’