ঢাকা   শনিবার
১৮ জানুয়ারি ২০২৫
৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

পাহাড়ে বাচ্চা প্রসবের পর মা হাতির মৃত্যু

agri24.tv

প্রকাশিত: ০৯:০৫, ৬ জানুয়ারি ২০২৫

পাহাড়ে বাচ্চা প্রসবের পর মা হাতির মৃত্যু

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসব করার সময় মা হাতির মৃত্যু হয়েছে। পরে একটি হাতি শাবক বন বিভাগের সদস্যরা উদ্ধার করেন।

রোববার বিকেলের দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে হাতি শাবক উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী। 

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে বাচ্চা প্রসব করার সময় মা হাতির মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে রোববার বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতি শাবকটি উদ্ধারের পর বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। মৃত হাতিটি মাটিচাপা দেওয়া হবে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতি শাবক ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে বলে তিনি জানান।

সর্বশেষ