বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি পোল্ট্রি টিমের উদ্যোক্তাদের নিয়ে এক্সোপোজার ভিজিটে আরডিআরএস, রংপুর-এর কর্মকান্ড পরিদর্শন করেন।
গাক আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের ইন্টারভেনশন-১ ও ইন্টারভেনশন ৪ এর চিকেন মডেল কুপ এবং এগ ওয়াশিং হাব এর কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে উক্ত ভিজিট সম্পন্ন করা হয়। আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়িত উক্ত কর্মকান্ডগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের সাথে আলোচনা করে প্রাসঙ্গিক বিষয়ে ধারণা নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস হাসান প্রধান, বিডিওএমএল সোনালী রহমান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত এক্সপোজার ভিজিটে গাক আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের ৩জন উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট ইন্টারভেনশনের কর্মকর্তারা অংশ নেন।