ঢাকা   মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪
১১ অগ্রাহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত

agri24.tv

প্রকাশিত: ১৮:০৮, ২৩ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোনো শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দেশটির সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করে বলেছে, সিডিসি জানায়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আলমেডা কাউন্টির বাসিন্দা ওই শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হয়। যদিও ওই শিশুর বয়স ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ (সিডিপিএইচ) জানিয়েছে, ওই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু অবস্থা শনাক্ত হয়, যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না। চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

এদিকে বিষয়টি নিয়ে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ওই শিশুর শ্বাসকষ্টের লক্ষণ ছিলো। তাকে নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছিলো বলে জানা গেছে। যদিও ফ্লু অ্যান্টিভাইরাল দেওয়ার পর সে সেরে উঠতে থাকে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ