পুকুরে মাছের পোনা ছাড়ার সময় মৎস্য চাষিদের করণীয় বেশ কিছু কাজ রয়েছে। পুকুরে মাছ ছাড়ার সময়ে কিছু কাজ করার পাশাপাশি সাবধানতাও অবলম্বন করতে হয়। আগের দিনের মতো এখন আর প্রাকৃতিক উৎসে মাছ না পাওয়ার কারণে দিন দিন পুকুরে মাছ চাষ বৃদ্ধি পাচ্ছে। চলুন আজকে আমরা জানবো পুকুরে পোনা ছাড়ার সময় মৎস্য চাষিদের করণীয় সম্পর্কে-
পুকুরে মাছের পোনা ছাড়ার সময় মৎস্য চাষিদের করণীয়ঃ
১। পুকুরে মাছ চাষে পোনা পরিবহণ করে নিয়ে আসার পর পরিবহণের পাত্র ১৫ -২০ মিনিট পুকুরের পানিতে ভাসিয়ে রাখতে হবে। এর পরে পোনা পরিবহণ করা ব্যাগ বা পাত্রের মুখ খুলে নিয়ে ধীরে ধীরে কম কম করে পরিবর্তন করে পুকুর ও পরিবহণ করা পাত্র বা ব্যাগের পানির তাপমাত্রার সমতায় নিয়ে আসতে হবে।
২। প্রয়োজনে কিছুক্ষণ পর পর ব্যাগ বা পাত্রের পানির তাপমাত্রা পরীক্ষা করে দেখতে হবে তাপমাত্রা সমতায় এসেছে কিনা। তাপমাত্রা সমতায় না আসা পর্যন্ত পানি অদল বদল করতে হবে।
৩। পোনা পরিবহণ করা পাত্রের তাপমাত্রা ও পুকুরের পানির তাপমাত্রা সমান হলে কাছাকাছি আসলে বাহির থেকে ভিতরের দিকে হাতের মাধ্যমে স্রোতের ব্যবস্থা করতে হবে। এতে করে ব্যাগ বা পাত্রের সুস্থ ও সবল পোনাগুলো স্রোতের বিপরীত দিক দিয়ে বাইরে চলে আসবে।
সাবধানতাঃ
১। পোনা ছাড়ার সময় পুকুর পাড়ের নিকটে পোনা ছাড়তে হবে। কোনভাবেই পুকুরের মাঝখানে বা গভীর পানিতে মাছের পোনা ছাড়া যাবে না।
২। পোনার পাত্র বা ব্যাগ থেকে মাছের পোনা ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পোনাগুলো কোনভাবেই আঘাত না পায়। আঘাত পেলে মাছের পোনা মারা যাওয়ার সম্ভাবনা থাকে।