এফবি আল্লার দয়া-১ নামের একটি ট্রলারের জেলেরা এক ট্রিপে শিকার করল ১৫০ মণ ইলিশ। মৎস্য বন্দর আলীপুরে এই মাছ ৪০ লাখ টাকায় নিলামে বিক্রি হয়েছে। শনিবার সকালে ট্রলারে মাঝি সূর্য এ তথ্য নিশ্চিত করেন। চট্টগ্রামের বাঁশখালী এলাকার হাজী আহমেদ কবিরের মালিকানাধীন এই ট্রলারের জেলেরা আরও জানান, দুইদিন সাগরে ফিশিং করে তারা এ পরিমাণ মাছ পেয়েছেন। তবে বরফ সংকটে ২৫ মণ মাছের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। নইলে আরও ১০ লাখ টাকা বেশি বিক্রি করতে পারতেন।
এফবি তামান্না ট্রলারের জেলেরা ৭৮ মণ এবং এফবি রাইসা ট্রলারের জেলেরা ৬০ মণ ইলিশ শিকার করেন। শুক্রবার তারা এপরিমাণ ইলিশ ২৫ ও ১৭ লাখ টাকায় বিক্রি করেছেন। মাঝি ইউনুস মিয়া জানান, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে কাঁকড়ার কারণে জাল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। ছিঁড়ে ফেলছে।
ঘাটে বসে এখন দুই-তিন দিন সময় বসে ঠিক করতে হবে। সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন হওয়ায় শুধু ইলিশ নয় হরেক রকম সামুদ্রিক মাছ বেশি পরিমাণ ধরা পড়ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন মাছের আমদানি আরও বাড়বে।