ঢাকা   মঙ্গলবার
২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

সমুদ্রের বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২১, ২২ এপ্রিল ২০২৫

সমুদ্রের বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বাগেরহাট কেবি ঘাট মৎস্য অবতরণকেন্দ্রে সমুদ্রের বিপন্ন প্রজাতির হাঙর ও শাপলাপাতা জাতের মাছ রক্ষায় প্রদর্শনীর আয়োজন  করা হয়।

জেলে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সকাল ৮টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত করেছে।

‘হাঙর ও শাপলাপাতা মাছ সুস্থ সাগর ও সুস্থ জনগণ’  এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শিক্ষামূলক এ প্রদর্শনীটি উপকূলীয় অঞ্চলের স্থানীয় জনগণ, মৎস্যজীবী, মৎস্য ও শুঁটকি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যকর সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় হাঙর ও শাপলাপাতা মাছের ভূমিকা, এদের টিকে থাকার জন্য হুমকি সমূহ, ধরা বা বাণিজ্য সম্পর্কিত আইনকানুন সম্পর্কে সচেতন করতে কার্যকরী ভূমিকা পালনে মূলত ধারাবাহিক ভাবে পিরোজপুর পাড়েরহাট,বরগুনা পাথরঘাটা ও কুয়াকাটা আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রদর্শনীটির আয়োজন করেছে বলে সংস্থার ট্রেনিং এন্ড এডুকেশন অফিসার মো. রাসেল মিয়া বাসসকে জানান। 

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে  

সর্বশেষ