
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও সুস্থ বৃদ্ধির স্বার্থে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। প্রতিবছরের মতো এবারও এ সময়টিতে হ্রদের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিএফডিসি রাঙামাটির বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য ব্যবসায়ী প্রতিনিধি আব্দুল শুক্কুর ও মাহফুজ আলম।
সভায় জানানো হয়, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে হ্রদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। এ সময় হ্রদে নিবন্ধিত প্রায় ২৫ হাজার জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল প্রদান করা হবে।
জানা যায়, ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি হয় দেশের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ—কাপ্তাই হ্রদ। প্রায় ৭২৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদের কারণে রাঙামাটি জেলার প্রায় ৫৪ হাজার একর কৃষিজমি পানির নিচে চলে যায়। তবে হ্রদটি পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন ও মৎস্য আহরণের একটি গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়।
বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পাশাপাশি প্রতিবছর বিপুল পরিমাণ মাছ উৎপাদন হয়ে সরকারকে মোটা অঙ্কের রাজস্ব আয়ে সহায়তা করছে এ হ্রদ।
জেলার অন্তত ২৫ হাজারের বেশি জেলে ও তাদের পরিবার কাপ্তাই হ্রদের ওপর সরাসরি নির্ভরশীল। ফলে, মাছের প্রজনন মৌসুমে এ নিষেধাজ্ঞা কার্যকর করা একদিকে যেমন জলজ জীববৈচিত্র্য রক্ষা করবে, অন্যদিকে আগামী মৌসুমে মাছের উৎপাদন বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মৎস্য উন্নয়ন করপোরেশনের মতে, সময়মতো হ্রদে মাছ ধরা বন্ধ না করলে ভবিষ্যতে দেশীয় মাছের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। তাই প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে