পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে এবার ভেসে আসলো এক জোড়া মৃত কচ্ছপ। একটির ওজন ৪০ কেজি, অপরটির ওজন ৩৫ কেজি। কচ্ছপ দু’টি বৃহস্পতিবার রাত ১১টার দিকে জোয়ারের সময় ভেসে আসেছে।
এ দু’টিকে সৈকতের পশ্চিম দিকে স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা দেখতে পান। পরে মৃত কচ্ছপ দু’টি উদ্ধার করে বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে মাটিচাপা দেয়া হয়। তবে সমুদ্রিক প্রাণীর এই মৃত্যুতে সমুদ্রের পরিবেশের জন্য বেশ হুমকি বলে জানিয়েছেন গবেষকরা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের সূত্রে জানা গেছে, একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কোনকিছুর সাথে আটকে এ দু’টি কচ্ছপের মৃত্যু হয়েছে। এর আগে ২৩ সালের মাঝামাঝি সময়ে বেশকিছু কচ্ছপের দেখা মিলেছিল এই সৈকতে। তবে ২৪ সালে এই প্রথম বলে জানান ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু।
আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মূলত কদিন আগে জেলিফিশের আধিক্যতা থাকায় কচ্ছপগুলো তীরে আসতে পারে। কারন এ কচ্ছপ জেলিফিশ খেতে পছন্দ করে। যে কচ্ছপ দু’টি ভেসে আসছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। আমাদের কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী, ভেসে আসা মৃত কচ্ছপের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাতে মনে হচ্ছে কেউ হয়তো আঘাত করেছে। এতে ওদের মৃত্যু হতে পারে বলে তিনি জানিয়েছেন।