
পটুয়াখালীর কলাপাড়ার সোনাতলা নদীতে নুরুল ইসলামের জালে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।
গত শনিবার দিবাগত রাতে সোনাতলা নদীর চায়না প্রজেক্ট ও তেগাছিয়া বাজারসংলগ্ন পয়েন্টে আহরণ করা মাছটি ১১ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানান জেলে নুরুল ইসলাম।
তিনি আরো জানান, প্রতিদিনের মতো বিকেলে নদীতে জাল ফেলে শেষ জোয়ারের সময় নৌকা নিয়ে জাল তুললে মাছ উঠে আসে।