
রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১৮ কেজি। লাভের আশায় মাছটি ৩০ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছেন এক আড়ত মালিক।
শুক্রবার ভোরে জেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে জেলে জালাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।
জালাল প্রামানিক বলেন, ভোররাত থেকে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান পড়লে একটি বড় কাতল মাছ জালে আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ঘাটের মোমিন মন্ডলের মাছের আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন ১৮ কেজি ।
মোমিন মন্ডল বলেন, সকালে ১৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬০০ টাকায় কিনে নেন চান্দু মোল্লা। মাছ বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন তিনি। সামান্য লাভ পেলেই মাছটি বিক্রি করে দেবেন।
তিনি আরও বলেন, পদ্মার নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝেমধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে পরিবারের মুখে হাসি ফুটছে।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।