ঢাকা   সোমবার
৩১ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

টেকনাফে আরও ৩৫০ কাছিমছানা সাগরে অবমুক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৮, ২৫ মার্চ ২০২৫

টেকনাফে আরও ৩৫০ কাছিমছানা সাগরে অবমুক্ত

কক্সবাজারের টেকনাফে হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৩৫০টি কাছিমছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার সাগরে এগুলো অবমুক্ত করা হয়। নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)-এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল কাইয়ুম জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে এ বছর ৮ হাজার ৫০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়। এসব ডিম থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫০০ কাছিমছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।

সোমবার অবমুক্ত করা কাছিমছানাগুলো মাঝেরপাড়া এলাকার একটি হ্যাচারিতে ফোটানো হয় এবং পরে সাগরের লোনাপানিতে ছেড়ে দেওয়া হয়।

আবদুল কাইয়ুম আরও জানান, টেকনাফসহ পুরো জেলায় ২৫ হাজার ৭০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৮৫ শতাংশ ডিম থেকে বাচ্চা ফুটেছে। তবে নেকমের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এক দশক আগে যেখানে ৫২টি স্থানে কাছিম ডিম পাড়ত, এখন তা কমে ৩৪টিতে নেমে এসেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, কাছিমের ডিম পাড়ার স্থানগুলো ক্রমশ হুমকির মুখে পড়ছে, যা পরিবেশের জন্য উদ্বেগজনক।

সামুদ্রিক কাছিম সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমুদ্রের ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করে এবং মাছের পোনা খাদক জেলিফিশ খেয়ে সামুদ্রিক খাদ্যশৃঙ্খলার ভারসাম্য বজায় রাখে।

বন ও পরিবেশ অধিদপ্তরের দিকনির্দেশনায় নেকম গত ২০ বছর ধরে কাছিম সংরক্ষণে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।

সর্বশেষ