ঢাকা   শুক্রবার
২৮ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

নিউজিল্যান্ডে বছরের সেরা মাছ ‘ব্লবফিশ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৯, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১০:২০, ২০ মার্চ ২০২৫

নিউজিল্যান্ডে বছরের সেরা মাছ ‘ব্লবফিশ’

বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী ব্লবফিশ নিউজিল্যান্ডের বছরের সেরা মাছের তকমা পেয়েছে। এটি মূলত ছোট অমেরুদণ্ডী প্রাণী এবং সামুদ্রিক কীট খেয়ে বেঁচে থাকে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে নিউজিল্যান্ডের পরিবেশবিষয়ক সংস্থা মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতায় এ বছর ৫ হাজার ৫০০ জনেরও বেশি ভোটের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ ভোট পেয়ে ব্লবফিশ সেরা মাছের তকমা পেয়েছে। 

এটি ব্লবফিশের জন্য একটি অপ্রতুল জয়। কারণ, ২০১৩ সালে ‘আগলি অ্যানিম্যাল প্রিজারভেশন সোসাইটি’ আয়োজিত একটি অনলাইন ভোটে ব্লবফিশ বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী হিসেবে নির্বাচিত হয়। প্রায় তিন হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ভোটে ৭৯৫টি ভোট পেয়ে ব্লবফিশ শীর্ষস্থান দখল করে। বিবিসি।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।