ঢাকা   বৃহস্পতিবার
২০ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

সাগর উত্তাল

দুবলায় মাছ ধরা বন্ধ ছয় দিন, ক্ষতি মুখে জেলে ও আড়তদাররা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:০১, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১৯:০২, ১৯ মার্চ ২০২৫

দুবলায় মাছ ধরা বন্ধ ছয় দিন, ক্ষতি মুখে জেলে ও আড়তদাররা

দুবলারচরে চরে আগামী আট এপ্রিল শেষ হচ্ছে শুঁটকি মৌসুম। কিন্তু এই মৌসুম শেষ হওয়ার আগ দিয়ে উত্তাল হয়েছে সাগর। অসময়ে সাগরের এমন আচরণে দুবলারচরে ছয় দিন যাবত মাছ ধরা বন্ধ রয়েছে। এতে ক্ষতি মুখে পড়েছে জেলে, মহাজন ও আড়তদাররা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, মৌসুমের শেষে এসে দুবলারচরের জেলেরা বৈরি আবহাওয়ার কবলে পড়েছেন। আকস্মিকভাবে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে প্রবল পশ্চিমা বায়ু বয়ে যাচ্ছে। সাগর উত্তাল হওয়ায় দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শেলারচর, নারিকেলবাড়ীয়ায় থাকা কয়েক হাজার জেলে ছয় দিন যাবত মাছ ধরা বন্ধ রেখে অলস সময় পার করছেন। এতে ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। 

তিনি বলেন, এবারের শুঁটকি মৌসুমের শুরু থেকে ক্রমাগত জেলেরা সাগরে দুর্যোগের কবলে পড়েছেন। ফলে সংশ্লিষ্টরা দুশ্চিন্তায় আছেন। 

মৌসুমের এই সময়ে সাগরে এ ধরণে আবহাওয়া জেলেরা আগে কখনও দেখেনি বলেও জানান ফিসারমেন গ্রুপের সভাপতি। 

দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী বলেন, সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। দুবলারচরের কয়েক হাজার জেলে মাছধরা বন্ধ রেখে আলোরকোলসহ সুন্দরবনের বিভিন্ন খালে ট্রলার, নৌকায় আশ্রয় নিয়ে অলস সময় পার করছেন। 

দুবলার মাঝেরকেল্লার জেলে আলাল মিয়া, নারিকেলবাড়ীয়ার জেলে বেলাল হোসেন, চান মিয়া ও শেলারচরের জেলে ছগির হোসেন বলেন, বর্তমানে  দুবলারচরে ১০ হাজারেরও বেশি জেলে অবস্থান করছেন। প্রায় সব জেলে মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে সাগরে মাছ ধরতে এসেছে।

শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার বলেন, কয়েক দিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নৌকা ট্রলার নিয়ে খালের মধ্যে বসে আছেন।

জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, জেলেরা মাছ ধরতে না পারায় বনবিভাগ রাজস্ব হারানোর শঙ্কায় রয়েছেন। আগামী আট এপ্রিল দুবলারচরের শুঁটকি মৌসুম শেষ হবে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।