ঢাকা   সোমবার
১৭ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

কাপ্তাই লেকে বিএফআরআইয়ের নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৮, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১১:২৯, ১৬ মার্চ ২০২৫

কাপ্তাই লেকে বিএফআরআইয়ের নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) একদল বিজ্ঞানী কাপ্তাই লেকে প্রথমবারের মতো নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান পেয়েছেন। এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম হল Sperata aorella (Blyth, 1858), যা আইইউসিএনের তালিকায় অন্তর্ভুক্ত নয়। গবেষক দলে ছিলেন ড. আজহার আলী, ড. মো. রবিউল আউয়াল হোসেন, মো. ইশতিয়াক হায়দার সহ অন্যান্য বিজ্ঞানীরা।

বিএফআরআইয়ের প্রকাশনা কর্মকর্তা এস. এম শরীফুল ইসলাম জানিয়েছেন যে, রাঙ্গামাটিস্থ বিএফআরআইয়ের বিজ্ঞানীরা আইড় মাছের বাহ্যিক গঠন এবং অন্যান্য দিক পরীক্ষা-নিরীক্ষার সময় Sperata aor এবং Sperata seenghala থেকে সম্পূর্ণ ভিন্ন ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের নতুন আইড় মাছের সন্ধান পেয়েছেন। কৌলিতাত্ত্বিক গবেষণায় প্রাপ্ত নমুনায় Sperata aorella নামক আইড় মাছের রেফারেন্স জিনোমের সঙ্গে শতভাগ মিল পাওয়া যায়।

এই মাছটির দেহের তুলনামূলক দৈর্ঘ্য ও উচ্চতা, ম্যাক্সিলারি বারবেল, চোয়াল, এডিপোজ ফিন, অক্সিপিটাল প্রসেস এবং এপিনিউরাল শিল্ড ইত্যাদির গঠন বাকি দুই প্রজাতির আইড় মাছ থেকে সম্পূর্ণ আলাদা। এটি তুলনামূলক ছোট প্রজাতির আইড়, ওজন ১-১.৫ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। মাছটির পৃষ্ঠদেশ ধূসর, পেটের দিক সাদাটে এবং দেহের দুই পাশ রুপালি বর্ণের।

মাছটির দেহ লম্বা ও সরু, চোয়াল থেকে পৃষ্ঠ পাখনার উৎপত্তিস্থল পর্যন্ত সমানভাবে ঢালু, এডিপোজ ফিন খাটো এবং দৈর্ঘ্য পৃষ্ঠীয় পাখনার প্রায় সমান, চোখের সম্মুখ অংশ অপেক্ষাকৃত লম্বা, অক্সিপিটাল স্পাইন দীর্ঘ এবং এপিনিউরাল শিল্ড সরু। এই মাছটি বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন না হলেও এর সংরক্ষণ ও বৈচিত্র্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই আবিষ্কারটি বাংলাদেশের জলাশয়গুলোতে জীববৈচিত্র্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞানীরা আশা করছেন যে, এই নতুন প্রজাতির আইড় মাছ বাংলাদেশের মৎস্য শিল্পে একটি নতুন দিগন্ত খুলবে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।

সর্বশেষ