ঢাকা   সোমবার
১০ মার্চ ২০২৫
২৫ ফাল্গুন ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

মাছের রেণু-পোনা উৎপাদনে নতুন দিগন্ত

Argi24

প্রকাশিত: ২২:০৯, ৯ মার্চ ২০২৫

মাছের রেণু-পোনা উৎপাদনে নতুন দিগন্ত

পনেরো বছর আগে মাত্র এক লাখ টাকা নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের তরুণ রাসেল সরদার। আজ তিনি শতাধিক পুকুরের মালিক, পাশাপাশি গড়ে তুলেছেন অত্যাধুনিক মৎস্য হ্যাচারি ও মাছের খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাঁর উদ্যোগে দেড় শতাধিক যুবকের কর্মসংস্থান হয়েছে।

রাসেল সরদারের হ্যাচারিতে পাবদা, সরপুঁটি, ট্যাংরা, শিং, কৈ, গুলশা, পাঙাশ, মনোসেক্স তেলাপিয়া ও কার্প-জাতীয় মাছের উন্নতমানের রেণু-পোনা উৎপাদন হয়। এসব পোনা স্থানীয় খামারিদের পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর, ঝালকাঠি, পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ মাছ চাষে আগ্রহী হচ্ছেন।

রাসেল জানান, তাঁর হ্যাচারিতে বছরে দুই কোটির বেশি রেণু-পোনা উৎপাদিত হয়। মাছের পুষ্টিগুণসম্পন্ন খাবার নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন ‘পদ্মা ফিড’ নামে একটি প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন ১০ টন মাছের খাদ্য উৎপাদিত হয়।

সরেজমিনে দেখা যায়, রাসেলের হ্যাচারিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মা-মাছ সংরক্ষণ করে ইনজেকশনের মাধ্যমে হরমোন প্রয়োগ করা হয়। পরে নির্দিষ্ট সময়ে মা-মাছ ডিম ছাড়লে তা থেকে ২-৩ দিনের মধ্যে রেণু উৎপন্ন হয়। এখানে মাছের রেণুর দাম প্রজাতিভেদে ২ হাজার থেকে ২০ হাজার টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে।

পরেশ বিশ্বাস নামে এক মৎস্যচাষি জানান, তিনি নিজের পুকুরের জন্য রাসেলের হ্যাচারি থেকে রেণু-পোনা ও খাবার সংগ্রহ করেন। তাঁর মতো আরও অনেকেই এখান থেকে মাছের বাচ্চা কিনে খামার গড়ে তুলছেন।

২০১০ সালে রাসেল সরদার স্কুলের প্রধান শিক্ষকের চাকরি ছেড়ে মাছ চাষ শুরু করেন। প্রথমে লোকজন তাঁকে নিয়ে হাসাহাসি করলেও আজ তাঁর খামার কর্মসংস্থান ও দেশের মৎস্যচাষে বড় ভূমিকা রাখছে। তিনি উপজেলা ও জেলা পর্যায়ে সেরা মৎস্যচাষির স্বীকৃতি পেয়েছেন।

আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, “দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্তির পথে। রাসেল সরদারের উদ্যোগের কারণে এসব মাছের চাহিদা মিটছে এবং নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হচ্ছেন।”

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, “আমি কয়েকবার তাঁর হ্যাচারি পরিদর্শন করেছি। মাছের রেণু-পোনা ও খাবার উৎপাদনে এটি জেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান।”

রাসেল সরদারের মতো উদ্যোক্তারা শুধু নিজেরাই এগিয়ে যান না, বরং পুরো সমাজে পরিবর্তনের বাতাস বইয়ে দেন। তাঁর উদ্যোগ নতুন প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে।