
একের পর এক কচ্ছপের মৃতদেহ ভেসে আসছে বঙ্গোপসাগরের তীরে। মৃত কচ্ছপের ওপরে দাঁড়িয়ে ছবি তুলছে কিছু পর্যটক। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কচ্ছপ হত্যা প্রতিহত ও প্রাণীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ওশান লাভার্স অব বাংলাদেশ নামের একটি সংগঠন।
সংগঠকদের পক্ষ থেকে এক যুক্ত বিবৃতিতে বলা হয়, কচ্ছপগুলোকে মেরে ফেলা হচ্ছে। একদল মানুষ প্রাণী হত্যা করছে, আরেক দল মানুষ মৃত প্রাণীকে নিয়ে উল্লাস করছে। এটা মারাত্মক বিকৃতি ও সহিংসতা! সংগঠনটির একজন সংগঠক মো. গোলাম মোস্তফা জানান, গত জানুয়ারিতে সেন্টমার্টিনে অবস্থানকালে এক সপ্তাহের মধ্যে চারটি মৃত কচ্ছপ দেখতে পাই। কচ্ছপগুলো জালে আটকা পড়ে মারা গেছে বলেই ধারণা।
সংগঠনটির অপর এক সংগঠক রেক্সোনা পারভীন সুমি সমুদ্র ও উপকূলের পরিবেশ দূষণ ঠেকানো এবং অবিলম্বে সামুদ্রিক ও বন্য প্রাণী হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রশাসকের প্রতি আহ্বান জানান।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে