
হালদা নদীর রাউজান থেকে একটি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিনাজুরি ইউনিয়নের আইডিএফ স্টেশনসংলগ্ন এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বলেন, আইডিএফ স্টেশনসংলগ্ন স্থানে ভেসে যাওয়ার সময় একটি মৃত ডলফিন উদ্ধার করে আইডিএফ স্টেশনে নিয়ে আসা হয়। খবর পেয়ে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রাউজান থেকে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করেন।
মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট ও প্রস্থ ২৮ ইঞ্চি এবং ওজন প্রায় ১২ কেজি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী জানান, অনুমান করা হচ্ছে নদীর ওপরের দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। ধারণা করা হচ্ছে, ধারালো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটি মারা গেছে।