মৌলভীবাজারের মানুষের কাছে শতবর্ষী শেরপুরের মাছের মেলা যেন ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। মৌলভীবাজার সদরের এই মাছের মেলা ঘিরে প্রতিবছরের পৌষসংক্রান্তিতে রীতিমতো উৎসব হয়। গত রবি ও সোমবার অনুষ্ঠিত এই মেলায় অন্তত পাঁচ কোটি টাকার মাছসহ বিভিন্ন সামগ্রী কেনাবেচা করা হয়েছে।
কুশিয়ারা নদীর পারে ৩০ একর জায়গায় বসেছে এই মেলা।
কুশিয়ারা, সুরমা, মনু, হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওরসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাঘাইড়, রুই, কাতল, বোয়াল, চিতলসহ দেশি জাতের মাছ উঠেছে মেলায়। দুই শতাধিক স্টলে মাছের পাশাপাশি ছিল অন্যান্য পণ্যও।
রফিক মিয়াসহ কয়েকজন ব্যবসায়ী বড় আকারের বেশ কিছু বাঘাইড়, বোয়াল, আইড়জাতীয় মাছ মেলায় নিয়ে এসেছেন। প্রায় ৪০ কেজি ওজনের একটি বাঘাইড়ের দাম চাওয়া হয়েছে দুই লাখ টাকা।
১০ থেকে ১৮ কেজি ওজনের বোয়ালের কেজিপ্রতি দাম চাওয়া হয়েছে এক হাজার থেকে দুই হাজার ২০০ টাকা। ১১ থেকে ১২ কেজি ওজনের আইড় মাছের কেজি চাওয়া হয়েছে ১৮০০ থেকে ১৯০০ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মনু নদীতীরবর্তী মনুমুখ নামের একটি স্থানে শত বছর আগে এই মাছের মেলা শুরু হয়েছিল। তখন নদীপথেই যোগাযোগ সহজ ছিল।
ক্রেতা রনি মিয়া বলেন, ‘এ মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমরা প্রতিবছর অপেক্ষায় থাকি, কখন মেলা শুরু হবে। কারণ অনেক দুর্লভ মাছ আছে, যা একমাত্র এ মেলায় পাওয়া যায়।’
হবিগঞ্জ থেকে আগত মৎস্য ব্যবসায়ী সাগর হোসেন বলেন, ‘এই মেলায় আমাদের বাপ-দাদারাও মাছ বিক্রি করেছেন। এখন আমরা মাছ বিক্রি করি।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন বলেন, ‘এবার মেলা ইজারা থেকে দুই লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।’