মালদ্বীপের হাইকমিশনার ওশান টুনা কমিশন (Ocean Tuna Commission) এর সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ (H.E. Shiuneen Rasheed) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা কার্যকরী দক্ষতা উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করতে পারে বলেও হাইকমিশনারকে আশ্বস্ত করেছেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মালদ্বীপের সাথে বাংলাদেশের ইতোমধ্যে সম্পাদিত কাজের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার এবিষয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নত করে সে অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেছেন।